আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি
সবাই ভালোই আছেন।
কয়দিন আগে Freedom এপিকে শেয়ার করার পর একজন
ব্যবহারকারী ফেসবুকে মেসেজ দেন "Freedom ইন্সটল
করার পর তার গুগল প্লে স্টোর কাজ করছেনা" এমন
মেসেজ দেখে ভয় পেয়ে গেলাম কোনদিন এমন হয়
না আজ কেন এমন হল তাকে Custom ROM মারতে বলে
কোনরকম এ পালিয়ে বাচলাম। পরে সে Custom ROM
মেরেই সমাধান পেয়েছে। কিন্তু আমার দেয়া অ্যাপ
ইন্সটল করে যদি Custom ROM মারা লাগে তাহলে মান-
সম্মান সব ধুলায় মিশে যাবে।
তাই এর সহজ সমাধান বের করার জন্যে ঘুরে
বেড়িয়েছি দেশ বিদেশ মানে Google এর মাধ্যমে
বিভিন্ন দেশের সাইটে। অবশেষে পেলাম একটি
কার্যকরী সমাধান। তাও আবার মাত্র ১ মিনিট, না
তার থেকেও কম !!
আর কথা বারাইলাম না । কাজের কথায় চলে যাই ।
সমস্যা টির ধরণঃ
Data Connection চালু করার পর Google Play Store রান করলে
No Connection [Retry] দেখাবে।
আর Google Play Store & Play Service কাজ না করলে
অনেকগুলা App কাজ করা বন্ধ করে দেয়।
সমাধানের উপায়ঃ [Root & Non-Root]
পদ্ধতি : ১
১. প্রথমেই আপনার Android Device টিকে যেকোন Wi-Fi
Network এ Connect করুন।
২. এখন Connected Wi-Fi Network টির নামের উপর ক্লিক করুন
এবং চেপে ধরুন।
৩. "Modify Network" অপশনে যান এবং ‘Show Advanced Options’
ক্লিক করুন।
৪. এবার একটু নিচের দিকে নেমে আসুন। "IP settings" এ
"DHCP (default)" দেয়া আছে ওটা "Static" করে দিন।
৫. DNS Server থেকে IP গুলা মুছে দিন। এবার ‘8.8.8.8’
এইটা দিন dns1 এ এবং ‘8.8.4.4’ এইটা dns2 তে।
৬. সব ঠিক ভাবে করলে Wi-Fi Network Disconnect করে দিন।
৭. এবার Wi-Fi Network বা Data Connection দিয়ে Play Store এ
ঢুকে দেখুন।
যদি কাজ না হয় Root User দের ভয়ের কোন কারণ নেই।
কারণ Root এর ক্ষমতা এখনও ব্যবহার করেননি আপনি।
আর Non-Root User দের এই সমস্যায় পরার কথা না। যদিও
পরে যান ওপরের Method টা চেষ্টা করে দেখুন। আশা
করি কাজ হবে।
সমাধানের উপায়ঃ [Root] Non-Root দূরে
থাকুন
পদ্ধতি : ২
১. প্রথমেই একটু ২.৫ এমবি খরচ করে Root Explorer 3.3.4 paid
By F!r3 Sp!d3R.apk ডাউনলোড করে নিন।
২. ইন্সটল দিন Root Explorer 3.3.4 paid By F!r3 Sp!d3R.apk
৩. Root Explorer রান করুন।
৪. তারপর "etc" Folder খুজে বের করুন এবং ভেতরে ঢুকুন।
৫. "hosts" খুজে বের করুন এবং চেপে ধরুন। অনেক গুলা
অপশন পাবেন তার ভেতর থেকে "Permissions" ক্লিক
৬. একটি Warning মেসেজ পাবেন Yes করুন।
৭. নিচের Screenshot এর মত দেখতে পাবেন । OK করে
বেরিয়ে আসুন।
৮. আবারো "hosts" খুজে বের করুন এবং ক্লিক করুন।
৯. অনেক গুলা অপশন পাবেন তার ভেতর Text Editor
সিলেক্ট করুন এবং Open করুন।
১০. "hosts" এর ভেতর যা যা লেখা আছে সব Select All
করে মুছে দিন।
১১. "127.0.0.1 localhost" লিখুন এবং সেভ করে বেরিয়া
আসুন।
১২. একটি Reboot দিন।
১৩. Problem Solved.
আশা করি আপনাদের কাজে লাগবে।
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।
Post a Comment