যেভাবে Custom Recovery ছাড়া xposed framework install করবেন।Android (6.0/5.0/4.0) | Android Root user
April 14, 2025 01:00:47 PM
 

Hlw Viewers,
আমি ফাহিম। আজকে আপনাদের মাজে হাজির হলাম আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিও তে আমি দেখাব কিভাবে Custom recovery ছাড়া Xposed framework Active করবেন।
Xposed framework কি তা সবাই জানেন। তারপরও নতুনদের বলছি এটা একটি "Modules Runner" যার মাধ্যমে ভিবিন্ন Modules Run করতে পারবেন। এটির মাধ্যমে Modules Run করে সেট এর ভিবিন্ন Customize করতে পারবেন সেট এর কোন খতি না করে। আরো অনেক কিছু করতে পারবেন তা আমি পরিবর্তি টিউটোরিয়ালে দেখাবো। ভিডিও মিস না করতে চাইলে এখনি Channel Subscribe করে রাখুন।

এভার চলুন শুরু করি।অনেকের আমি টিউটোরিয়াল দেখলাম সেখানে সবাই বলতেছে Android Version 5.0 হলে নাকি Custom recovery লাগে। তারপর আবার Version 5.0 হলে Sdk21 Android 6.0 হলে Sdk 23 আরো কতকি হা হা। অনেক ঝামেলার বেপার। এখন আর এইসব ঝামেল হবে না আমার এই টিউটোরিয়াল দেখলে। 


প্রথমে আপনাকে ভিডিও Description থেকে Xposed framework টি Download করে নিন ।

Download হয়ে গেলে xposed framework install করুন।
Install হয়ে গেল ওপেন করুন। অবশ্যই মোবাইল ডাটা ওন রাখবেন।
এরপর Version 89 এ Click করবেন। তারপর install এ Click করবেন।
এবার দেখবেন xposed Modules টি আপডেট হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করবেন আপডেট শেষ হয়ে গেলে install হবে।
Install হয়ে গেলে নিচে দেখবেন Reboot এর option আছে Reboot দিবেন।
Reboot না দিলেও 15 Second পর অটোমেটিক সেট Reboot নিবে।
সেট ওপেন হওয়ার পর Xposed Framework ওপেন করলে দেখতে পাবেন এটি Active হয়ে গেছে।
এভার এখানের Modules option এ গিয়ে যেকোন Modules Active করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। বুঝতে অসুবিধা হলে ভিডিও টিউটোরিয়াল দেখে নিন :heRE
Any Problem Contact My Fb:Alan Fahim
Join Facebook Group:Android Root User

20 Feb 2018

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top