আপনার গ্রামীনফোন সিমে ডাটার মেয়াদ আজ শেষদিন??? এবার খুব সহজে ডাটার মেয়াদ বাড়িয়ে নিন আরও ৩০ দিন। আশা করি অনেকের উপকারে আসবে। | Android Root user
May 29, 2025 01:52:35 PM
 


আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন
আছেন???? আশা করি সবাই ভালই আছেন। কিছুদিন
যাবত অনেকেই রিকুয়েস্ট করছে যে গ্রামীনফোনে
এমবির মেয়াদ বাড়ানোর কোন উপায় দেন কিন্তু
সময়ে অভাবে তা দেওয়া হচ্ছিল না। আজকে
ফেসবুকে দেখলাম যে একজনের ৪০০ এমবির শেষ
তারিখ আজ তাই দেরী না করে পোস্টটা দিয়েই
দিলাম।
আগেই বলে রাখি আপনি এই ট্রিক দিয়ে এমবির
মেয়াদ ৩০ দিন বাড়াতে পারবেন কিন্তু ৪ টাকা
আপনার ব্যালেন্স থেকে কাটা হবে।
প্রথমে Google Chore দিয়ে নিচের লিংকে প্রবেশ করুন।
http://www.grameenphone.com/flexi-plan/

এবার একটা তালিকা দেখবেন। এবার ঔ তালিকা
থেকে মিনিট ০ চাপুন আর ইন্টারনেট ৪ এমবিতে
চাপুন।

এবার একটু নিচের দিকে আসুন। এবার Validity তে ৩০
চাপুন আর SmS এ ০ চাপুন।



তারপর নিচের দিকে Buy Now অপশন পাবেন। এবার ঔ
Buy Now অপশনে ক্লিক করুন।
তারপরে দেখবেন নতুন একটা পেজ এসেছে। আর ঐ
পেজে একটা বক্স পাবেন তখন ঐ বক্সে আপনার
জিপি নম্বরটা দিন। তবে সিমে কিন্তু ৪ টাকা
রাখবেন। তারপর একটু নিচের দিকে Continue অপশন তখন
ঐ অপশন ক্লিক করুন।



Continue অপশনে ক্লিক ককরার পর আপনার ফোনে
মেসেজে একটা কোড পাবেন। তারপর আবার একটা
পেজ পাবেন তখন ওই পেজে একটা বক্স পাবেন।
এবার মেসেজে পাওয়া কোডটা ঐ বক্সে দিন।
ব্যাস আপনার যদি ফোনে টাকা থাকে তাহলে
আপনি ৪ এমবি পাবেন সাথে ১ মাস মেয়াদ। আশা
করি বুঝতে পেরেছেন। আর কোন সমস্যা থাকলে
বলতে পারেন।

Facebook Group :Click Here


19 May 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top