যেভাবে Stock Rom Backup রাখবেন,সেট ব্রিক হলে যেভাবে ঠিক করবেন | Android Root user
 

রুট করার পর সর্বপ্রথম যে কাজটি করণীয় তা হল সেটের stock rom backup রাখা।সেট ব্রিক করলে এই Backup file দিয়ে আপনি
আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন।
যা যা লাগবে ঃ-
  • ১) Rooted mobile :
প্রথমেই আপনার ফোনটিকে রুট করে নিন। রুট করার পদ্ধতি মোবাইলের মডেল ভেদে ভিন্ন। তাই নিজের মডেল টি গুগলে রুটের পদ্ধতির জন্য সার্চ করুন। আশা করি রুট করার প্রসেস পেয়ে যাবেন।
  • ২) আপনার সেটের recovery. img file
    অনেক recovery আছে Twrm/CWM/COT/crt
    ইত্যাদি তবে CWM recovery. img ভাল
    Group থেকে আপনার সেট এর recover.img ডাউনলোড করে নিন।
কাজের ধাপ ঃ
১)  Cwm recovery install করুন । install process এখানে দেখুন
২)install শেষ হওয়ার পর মোবাইল off করুন ।তারপর বাটন+ভলিউম ডাউন বাটন (-) অথবা পাওয়ার বাটন+ভলিউম আপ বাটন (+) চেপে ধরে চালু করা লাগে। তবে মডেল ভেদে এই প্রসেস বিভিন্ন হতে পারে। আপনার মোবাইলের জন্য যদি এইগুলি কাজ না করে তাহলে মডেল সহ গুগলে সার্চ করে জেনে নিন কি করে ঢুকবেন।
3)এখন আপনাকে volume বাট দিয়ে select করতে হবে এবং power বাটন দিয়ে কাজ করতে হবে।
4)backup & restore > চাপুন
5)backup > চাপুন এখন কিছুসময় অপেক্ষা করুন, (৫- ১০) মিনিট লাগতে পারে। কাজ হয়ে গেলে Reboot এর option আসবে
6) Reboot > চাপুন কাজ শেষ>>>>>>
এখন আপনার ফোন on হবে। এবং মেমোরি কার্ডে clockworkmod
নামে একটি folder পাবেন এটায় আপনার backup file (500mb- 2 Gb) হতে পারে।
তবে কোন aps install না করে backup নিলে
backup ফাইল ছোট হবে।
 বিঃদ্রঃ মেমোরি কার্ডে পর্যাপ্ত জায়গা রেখে, backup নিবেন। এবং বেকাপ file টি সংরক্ষনন করে রাখুন।
সেট Brick করলে ঠিক করার উপায়ঃ
১) Brick কি?
উওরঃ যদি কোন কারনে আপনার ফোন on না হয়
অথ্যাৎ আপনার সেটের লগু পর্যন্ত এসেয় থেমে যায়, তখন তাকে Brick বলে।
২) Brick করলে কি করবেন?
উওরঃ Recovery mode এ গিয়ে Backup flie Restore করবেন।
৩) কি ভাবে Restore করবেন?
উওরঃ
কাজের ধারাঃ
1) Battery খুলে আবার লাগান।
2) power বাটন & volume ( +) বাটন চেপে ধরে রাখুন
যতখন না recovery mode আসে।
3)backup & restore > চাপুন
4) restore > চাপুন
এখন আপনার backup file দেখতে পাবেন তারিখ আকারে,
মানে আপনি যে তারিখে backup নিয়ে ছিলেন, সে তারিখ কেবল টা দেখতে
পাবেন click করুন yes > চাপুন
এবার অপেক্ষা করুন (৫- ১০) মিনিট।
কাজ হয়ে গেলে Reboot এর option আসবে
5) Reboot > চাপুন
কাজ শেষ….
ধন্যবাদ ।
Any Problem Contact My Fb:Alan Fahim
Join Facebook Group:Android Root User



 Tag :
how to backup stock rom bangla tutorial
backup stock rom by cwm
 how to backup stock rom with cwm
 Stock_Rom_Backup_রাখার_টিউটোরিয়াল‬
 যেভাবে CWM recovery দিয়ে Stock Rom backup রাখবেন
 কিভাবে স্টক রম ব্যাকআপ রাখবেন??
Rom Backup ও Restore করবেন যেভাবে
 Stock rom backup করার কৌশল
Rom Backup & Restore করার নিয়ম
 Rom Backup করার নিয়মঃ

Post a Comment

  1. আমি আপনার নাম্বারটা পেতে পারি আমার উপকার হত ভাই

    ReplyDelete
  2. আমি আপনার নাম্বারটা পেতে পারি আমার উপকার হত ভাই

    ReplyDelete
  3. Casino Rewards - JTG Hub
    Casino Rewards. Casino Rewards. 성남 출장샵 The benefits of 전라남도 출장안마 playing at the Casino Rewards Casino include: · Loyalty Rewards · Free Spins · 광양 출장마사지 No 세종특별자치 출장마사지 Deposit Rewards · Fast Payouts · 경산 출장샵 Earn

    ReplyDelete

 
Top